মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ

আওয়ামীলীগ হত্যায় উৎসাহী দল– ঈশ্বরদীতে রুহুল কবির রিজভী 

ঈশ্বরদী, পাবনা প্রতিনিধি / ১৬৮ বার পঠিত
আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ৭:৩৮ অপরাহ্ণ

বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি এ দেশ থেকে হারিয়ে যায়নি, বিএনপি হারিয়ে যাওয়ার দলও না। বিএনপি এখনো আঃলীগের একমাত্র ভয়ের একমাত্র কারণ । গতকালও ঠাকুরগাঁও এ বিএনপির এক নেতাকে হত্যা করা হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার সরকার মিথ্যা মামলা ও হত্যার মাধ্যমে জাতীয়তাবাদী চেতনাকে দমিয়ে রাখতে চাই। আঃলীগ হত্যায় উৎসাহী একটি রাজনৈতিক দল।

সোমবার (৮ এপ্রিল) পাবনার ঈশ্বরদীতে জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গণমাধ্যমে এসেছে এদেশের অর্ধেক জেলায় হাসপাতালে আইসিইউ নেই। শেখ হাসিনা এদেশের জন্য কোন উন্নয়ন করেনি, এদেশের মানুষকে  বাঁচানোর জন্য  কোন কিছু করেনি। বরং মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, লুটতরাজ করেছে, দুর্নীতি করেছে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য সেলিম রেজা, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনোয়ার, বিএনপি রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা  ওবাদুর রহমান চন্দন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফর তুহিন, পাবনা জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, যুগ্ম আহবায়ক আনিসুর রহমান বাবু, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান সহ অন্যান্যরা। এসময় ঈশ্বরদী উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণ বাকশাল আন্দোলনে বিজয়ী হয়েছিল শহীদ জিয়ার নেতৃত্বে, স্বৈরাচার আন্দোলনে  বিজয়ী হয়েছিল খালেদা জিয়ার নেতৃত্বে। এখন ফাঁসিবাদী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে জনগণ জয়ী হবে তারেক রহমানের নেতৃত্বে। এ সময় তারা কেন্দ্রীয় বিএনপির সদস্য মোকলেছুর রহমান বাবলু, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাকারিয়া পিন্টু সহ শেখ হাসিনাকে হত্যা চেষ্টা  মামলায় দণ্ডপ্রাপ্ত ৪৭ নেতাকর্মীর মুক্তির দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!