বুধবার, ০১ মে ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ

২৯ জুলাই: যশোরে আরও ২৭৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫

যশোর প্রতিনিধি / ১৫৪ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ১:৫৮ অপরাহ্ণ
ছবি : যশোর জেনারেল হাসপাতাল

গত ২৪ ঘণ্টায় যশোরে করোনা ও উপসর্গ নিয়ে আরও পাঁচজন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৭৯ জনের।

বৃহস্পতিবার (২৯ জুলাই) জেলার সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় জেলায় এক হাজার ৩৪০ জনের নমুনা পরীক্ষায় ২৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যবিপ্রবির জিনোম সেন্টারে এক হাজার ১২১ জনের নমুনা পরীক্ষা করে ২২৪ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া জিন অ্যাক্সপার্টের মাধ্যমে ছয়জনের নমুনা পরীক্ষা করে তিনজনের এবং র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২১৩ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।’

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ বলেন, ‘হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ১১৮ জন। এর মধ্যে করোনার রেড জোনে ৮৯ জন এবং ইয়েলো জোনে ২৯ জন।’

এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৩৩৪। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৪৮৬ জন ও সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৬২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!