মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ

ঈশ্বরদীতে দিনে দুপুরে টাকা ছিনতাই এর অভিযোগ

ঈশ্বরদী, পাবনা প্রতিনিধি / ৩৫৯ বার পঠিত
আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২, ২:৫৮ অপরাহ্ণ
ছবি: ভুক্তভোগী যুবক রাজু আহম্মেদ

মলম পাটির খপ্পরে পড়ে ঈশ্বরদীতে দিনে দুপুরে রাজু আহম্মেদ (২৮) নামে এক যুবকের কাছ থেকে টাকা ছিনতাই এর অভিযোগ উঠেছে। ভুক্তভেগী ঐ যুবক ঈশ্বরদী বাজারের আমব্রেলা শোরুমের ম্যানেজার। সোমবার (১৩ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে ঈশ্বরদী শহরের শেরশাহ রোডে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা ভুক্তভোগী ঐ যুবক কে অচেতন অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জানা গেছে, রাজু আহম্মেদ ঈশ্বরদী বাজারের আমব্রেলা শোরুমের ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন এবং সে শেরশাহ রোডের একটি বাসায় ভাড়া থাকেন। ঐ বাসায় আদুরী নামে একজন মহিলা কাজ করেন।

রাজু আহম্মেদের সাথে তার বিশ্বস্ত সম্পর্ক থাকায় নিজের ব্যাংক একাউন্টে টাকা উত্তোলন ও জমা তার হাত দিয়ে করে থাকেন বলে জানা গেছে।

গত ২ দিন আগে আদুরী বেগমের অনুমতিতে ন্যাশনাল ব্যাংক ঈশ্বরদী শাখা থেকে এফডিআর এর ২ লক্ষ ৯৫ হাজার টাকা এবং আজ ৫ হাজার টাকা সর্বমোট ৩ লক্ষ টাকা উত্তোলন করেন রাজু আহম্মেদ।

হাসপাতালে চিকিৎসাধীন রাজু আহম্মেদ জানান, টাকা উত্তোলনের পর একটি শপিং ব্যাগে করে ঈশ্বরদী রেলওয়ে বুকিং অফিসে যান তিনি। এরপর সেখান থেকে পায়ে হেটে বাড়ির দিকে রওনা দেন। এসময় ফকিরের বটতলা পার হয়ে কিছুদুর যাওয়ার পর বুঝতে পারেন কেউ তার পেছনে থেকে ঘাড়ের উপর হাত রেখেছেন। কিছু বুঝে ওঠার আগেই অচেতন হয়ে যান তিনি। জ্ঞান ফিরতে বুঝতে পারেন ব্যাগের টাকা ছিনতাই হয়েছে। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনি আরও জানান, আদুরী বেগম একটি জমি কেনার জন্য তাকে টাকা উত্তোলন করতে বলেছিলেন।

এ বিষয়ে ঈশ্বরদী বাজারের আমব্রেলা শোরুমের মালিক সিরাজুল ইসলাম কহিনুর জানান, এ ঘটনার শুনে আমি দ্রুত হাসপাতালে গিয়েছিলাম। তবে এখানে আমাদের প্রতিষ্ঠানের কোনো টাকা নেই।

ঘটনাট সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার জানান, আমরা ঘটনা সম্পর্কে শুনেছি, ভুক্তভোগীর বক্তব্য নিয়েছি, এই মুহূর্তে কিছু বলা সম্ভব হচ্ছে না। তদন্ত সাপেক্ষ আমরা প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!