সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

এম সোহাইল চৌধুরী, কক্সবাজার জেলা প্রতিনিধি / ২৫১ বার পঠিত
আপডেট : বুধবার, ১০ নভেম্বর, ২০২১, ৮:০৩ পূর্বাহ্ণ

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে একটি ‘অস্ত্র কারখানা’র সন্ধান পেয়েছে র‍্যাব। সেখান থেকে ১০টি অস্ত্র এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়। গত সোমবার ভোরে কুতুপালং রোহিঙ্গা শিবিরের এক্স-৪ ক্যাম্পের গহীন পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন কুতুপালং ক্যাম্প সি-১ জি ব্লকের মৃত আজিজুর রহমানের দুই ছেলে বাইতুল্লাহ (১৯) ও হাবিব উল্লাহ (৩২)। একই ক্যাম্পের জি ব্লকের জাহিদ হোসেনের ছেলে মোহাম্মদ হাছান (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়েরুল ইসলাম।

তিনি বলেন, দীর্ঘ দিন ধরে একটি চক্র এ কারখানা তৈরি করে অস্ত্র বানিয়ে আসছিল। এখান থেকে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে কারখানাটি শনাক্ত করা হয়। তারপর আজ ভোরে চার ঘণ্টার বেশি সময় গুলি বিনিময়ের পর কারখানাটি নিয়ন্ত্রণে নেয়া হয়। পরে সেখান থেকে পাঁচটি পিস্তল, পাঁচটি বন্দুক ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটকদের পরবর্তী আইনি ব্যবস্থা শেষে উখিয়া থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!