মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ

চট্টগ্রামের পটিয়ায় দেশীয় অস্ত্র ও চোলাই মদ উদ্ধার

পটিয়া, চট্টগ্রাম প্রতিনিধি / ৭০৭ বার পঠিত
আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১, ১:৩৩ অপরাহ্ণ
ছবি: ফাইল

পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়ন স্থানীয় জনতার সহযোগিতায় দুইটি দেশীয় তৈরী বন্ধুক ও প্রায় ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাত ১১টায় কেলিশহর কুমারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ছিদ্দিক মেম্বারের বাড়ির পুকুরের পশ্চিম পাড়ের থেকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। রাতে পটিয়ার অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান ও ওসি তদন্ত রাশেদুল ইসলাম ঘটনার স্থল পরিদশন করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীঘদিন ধর পটিয়া উপজেলার কেলিশহর ও হাইদগাও ইউনিয়ন পাহাড়ী অঞ্চল হওয়ায় প্রতিদিন পাশ্ববতী উপজেলা রাঙ্গুনিয়া থেকে মাদক এনে পটিয়া বিক্রি করে মাদক ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবার রাতে ছিদ্দিক মেম্বার বাড়ির পুকুরের পশ্চিম পার্শ্বে ১০/১৫ জন মাদক ব্যবসায়ী জড়ো হয়েছিল। এই সব স্থানীয়রা এলাকার সমাজসেবা ইউনুছ মিয়া মেম্বারকে খবর দেয়।

পরে তিনি ও চৌকিদার লালু ও আবদুল রহিম সহ এলাকার লোকজন তাদের ধাওয়া করেন এবং পটিয়া থানা পুলিশ কে খবর দেয়। এ সময় স্থানীয়রা মাদক ব্যবসায়ী নেজাম ও কুতুব উদ্দীন কে আটকে রাখার চেষ্টা করলে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা একটি দেশীতৈরী লম্বা বন্দুক একটি এলজিসহ ৪০ লিটার মদ রেখে পালিয়ে যায়। এ ব্যাপারে পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানান, কেলিশহর কুমারপাড়া এলাকায় স্থানীয়দের সহযোগিতা অস্ত্র ও মদ উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেফতার অভিয়ন চলছে।

এছাড়াও এলাকার লোকজন সুএে জানাযায় কুতুবউদ্দিন ও নেজাম দীর্ঘদিন মাদক ইয়াবা দেশীয় তৈরী অস্ত্র ব্যাবসার সাথে জড়িত থাকলেও পুলিশের ধরা চোয়ার বাইরে রয়েছে। সচেতন মহল আশাবাদী তাদের কে আইনের আওতায় এনে অপরাধ ও মাদক মুক্ত আদর্শ পটিয়া গড়ে তুলতে পটিয়া থানার পুলিশের প্রতি আহবান জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!