মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ

রূপপুর পারমাণবিকে প্রথম ইউনিটের টার্বাইন হলে স্থাপিত হলো জেনারেটর স্টেটারের

ঈশ্বরদী, পাবনা প্রতিনিধি / ২২৫ বার পঠিত
আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ১০:২৩ অপরাহ্ণ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের টার্বাইন হলে নকশা অনুযায়ী নির্দিষ্ট স্থানে সফলভাবে জেনারেটর স্টেটারের স্থাপন সম্পন্ন হয়েছে। বুধবার (৬ এপ্রিল) বিকেলে প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর  এই তথ্য জানিয়ে বলেন, টার্বাইন হলের বৈদ্যুতিক যন্ত্রপাতির মধ্যে জেনারেটর স্টেটার অন্যতম। যার কাজ হলো টার্বাইন থেকে প্রাপ্ত যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা।

প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর এটমোস্ত্রয়েক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মান প্রকল্পের পরিচালক আলেক্সেই ডেইরী এ প্রসঙ্গে জানান, “বিদ্যুৎকেন্দ্রের সকল যন্ত্রপাতির মধ্যে জেনারেটর স্টেটার সবচেয়ে ভারী এবং যার ওজন ৪৪০টনের অধিক। ডিজাইন অবস্থানে এর স্থাপনের কাজ সম্পন্ন হবার পর এখন টার্বাইন হলে মূল যন্ত্রপাতি স্থাপনের প্রক্রিয়া পুরোদমে চলতে থাকবে।

টার্বাইন জেনারেটর ডিজাইনও তৈরি করেছে পাওয়ার মেশিনস। এ জাতীয় টার্বাইন জেনারেটরের অতিরিক্ত কিছু সুবিধা রয়েছে যার মধ্যে অগ্নিনিরাপত্তা, অধিকতর নির্ভরযোগ্যতা, উচ্চ ওভারলোড বহন ক্ষমতা অন্যতম।

রূপপুর প্রকল্পে স্থাপিত হচ্ছে দুটি ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর যার মোট উৎপাদন ক্ষমতা হবে ২৪০০ মেগাওয়াট। রুশ এই রিয়্যাক্টর মডেলটি সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। প্রকল্পের জেনারেল কন্ট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করছে রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রসাটমের প্রকৌশল বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!