সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ

আগামী সোমবার থেকে কঠোর লকডাউনে সীমিত পরিসরে খোলা থাকবে কিছু অফিস।

সেঁজুতি স্নিগ্ধা,বিশেষ প্রতিনিধিঃ / ৪৭৭ বার পঠিত
আপডেট : শনিবার, ২৬ জুন, ২০২১, ৫:৫২ অপরাহ্ণ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন,আগামী সোমবার (২৮ জুন) থেকে শুরু হওয়া কঠোর লকডাউনে সীমিত পরিসরে কিছু অফিস খোলা থাকবে।

আজ শনিবার দুপুরে তিনি গণমাধ্যমকে এমনটাই জানান।জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সংক্রমণ রোধে এক সপ্তাহের জন্য সারাদেশে কঠোর লকডাউন দেওয়া হয়েছে। কঠোর লকডাউনে সব সরকারি-বেসরকারি অফিস ও গণপরিবহন বন্ধ থাকবে। তবে, আমাদের অর্থবছর শেষ হচ্ছে এ কারণে অ্যাকাউন্ট সেকশন, এনবিআর রিলেটেড অফিসগুলো সীমিত পরিসরে খোলা থাকবে।

তিনি আরও বলেন, এর পাশাপাশি জরুরি সেবামূলক কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের কিছু শাখার কার্যক্রম চলমান থাকবে। এসব প্রতিষ্ঠান বাদে লকডাউনে সবকিছু বন্ধ থাকবে।

আগামী সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে করোনা প্রতিরোধে কঠোর লকডাউন পালন করা হবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। গতকাল শুক্রবার রাতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে বের হতে পারবেন না কেউ। গণমাধ্যম এর আওতা বহির্ভূত থাকবে।

এ বিষয়ে আরও বিস্তারিত আদেশ আজ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!