শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
আত্মহত্যার ঘটনাকে হত্যা বলে প্রচারের অভিযোগ  ঈশ্বরদীতে বাবার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সন্তানদের আহাজারি  ঈশ্বরদীতে মাটির পুতুল পোড়াতে গিয়ে আগুনে দগ্ধ স্কুল শিক্ষার্থী  ঈশ্বরদীতে পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু রায়পুর মানব কল্যাণ সংস্থার  ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত  জীবনের জয়গান মানব কল্যান সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ ক্লাব আইজিয়ান এর উদ্যোগে ইফতার মহফিল অনুষ্ঠিত  আওয়ামীলীগ হত্যায় উৎসাহী দল– ঈশ্বরদীতে রুহুল কবির রিজভী  ঈদ উপলক্ষে ঈশ্বরদী থানা পুলিশের বিশেষ মহড়া  ঈশ্বরদীতে শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে

কাগজ-কলমেই সীমাবদ্ধ পণ্যের দাম, নামমাত্র বাজার মনিটরিং এর ফলাফল শূণ্য

ঈশ্বরদী, পাবনা প্রতিনিধি / ৫২ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৪:২৮ অপরাহ্ণ

রমজান আসলেই সারাদেশে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ে কয়েকগুন। গত ১৫ মার্চ শুক্রবার সরকারের কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে খুচরা বাজারে মাছ, মাংস, ডিম, ডাল ও সবজির মতো ২৯টি পণ্যের দাম নির্ধারণ করা হয়।

নিত্যপ্রয়োজনীয় এসব দ্রব্যমূল্যের লাগাম ধরতে পণ্যের দাম বেঁধে দেওয়ার মতো সরকারি উদ্যোগ কাজে আসছে না পাবনার ঈশ্বরদীতে। ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছে। বেশিরভাগ দোকানেই নেই  দামের তালিকা। সাংবাদিকদের ক্যামেরা দেখে অনেকেই আবার তাড়াহুড়ো করে ঘষে মেজে মূল্য তালিকা টাঙিয়ে দিচ্ছেন।

ক্রেতারা বলছেন, প্রশাসনের পক্ষ থেকে নামমাত্র বাজার মনিটরিং করা হলেও কার্যকরী পদক্ষেপ না থাকায় সরকার নির্ধারিত পণ্যের দামের তালিকা কাগজে-কলমে রয়ে গেছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল থেকে ঈশ্বরদীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

ক্রেতারা আরও জানান, বাজারে সব পণ্যের দামই বেশি। সরকারের বেঁধে দেওয়া দামে পণ্য বিক্রি হবে, দাম কমবে বলে মনে হলেও সরকারি দামে কোথাও পণ্য বিক্রি হচ্ছে না। সাধারণ মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সঙ্গতি নেই। পণ্যের যে দাম চলছে এখন সেটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। কোথাও দাম কমার কোনো চিহ্ন নেই। এসময় সরকারের বেঁধে দেওয়া দামেই পণ্য বিক্রির দাবিও জানান তারা।

খুচরা ও পাইকারি দোকানদাররা জানান, বাজারে কোন জিনিসের দাম কমেনি। রমজানের আগে থেকেই সবকিছু বেশি দামে কিনতে হচ্ছে। বেশি দামে ক্রয় করা জিনিস কম দামে কিভাবে বিক্রি করবো। বড় বড় ব্যবসায়ীরা যদি দাম না কমায়, তাহলে খুচরা পযার্য়ে দাম কমানো সম্ভব নয়। তবে, আড়ৎদার ও সবজী বিক্রেতারা বলছেন ভিন্ন কথা , এক সপ্তাহের ব্যবধানে সকল মসলা ও সবজি পন্যের দাম কিছুটা কমেছে বলে দাবি তাদের।

এদিকে রমজানের প্রথম দিন পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও পরপর তিনদিন ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হলেও তা কার্যকর কোন ভূমিকা ফেলতে পারেনি বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস জানান, সরকার নির্ধারিত মূল্যে যেন নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করা হয় সেজন্য বাজার মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করা হয়েছে । এরপরও কোন অসাধু ব্যবসায় যেন দ্রব্যমূল্যের দাম বেশি না নিতে পারে এজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!