বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
ঈশ্বরদী তে এমপির নির্দেশে “পৌর ছাত্রলীগের তীব্র দাবদাহে পিপাসা মেটানোর জন্য শরবত বিতরণ” আমার পক্ষে ভোট চাইলে কারো মাথা নিচু হবে না-আবুল কালাম আজাদ মিন্টু ঈশ্বরদীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার আত্মহত্যার ঘটনাকে হত্যা বলে প্রচারের অভিযোগ  ঈশ্বরদীতে বাবার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সন্তানদের আহাজারি  ঈশ্বরদীতে মাটির পুতুল পোড়াতে গিয়ে আগুনে দগ্ধ স্কুল শিক্ষার্থী  ঈশ্বরদীতে পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু রায়পুর মানব কল্যাণ সংস্থার  ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত  জীবনের জয়গান মানব কল্যান সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ ক্লাব আইজিয়ান এর উদ্যোগে ইফতার মহফিল অনুষ্ঠিত 

লালমনিরহাটে খাদ্য গুদামে অনিয়ম

লালমনিরহাট প্রতিনিধি / ১৫৯ বার পঠিত
আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১, ৩:২৭ অপরাহ্ণ

লালমনিরহাট সদরে খাদ্য গুদামে দিনের পর দিন অনিয়ম আর অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুজ্জানের বিরুদ্ধে।

সরকারি নিয়ম অনুযায়ী খাদ্য গুদামে কৃষকরা ধান ও মিল-চাতাল মালিকরা চাল নিয়ে আসলে খাদ্য কর্মকর্তা মাহমুদুজ্জামান খুশিতে আত্মহারা হয়ে ওঠেন। কারন প্রতি বস্তা ধান ও চালে তিনি টাকা নেন। টাকা না দিলে এখানে কোন কাজই ঠিকমত হয় না। এই জন্য কৃষক ও মিল-চাতাল মালিকদের অনেকেই সদর খাদ্য গুদামে পন্য সরবরাহ করতে আগ্রহী নন।ফলে চলতি মৌসুমে খাদ্য গুদামের সরকারি লক্ষ্য মাত্রা অর্জন না হওয়ার আশংকা করছেন অনেকে।

জানা যায়,চলতি মৌসুমে সরকারিভাবে খাদ্য ক্রয়ের জন্য প্রতি মন ধান ১হাজার ৮০ টাকা দরে কৃষকদের নিকট থেকে ক্রয়ের সিদ্ধান্ত দেন। এর অংশ হিসেবে লালমনিরহাট সদর খাদ্য গুদামে কৃষকদের নিকট থেকে ১ হাজার ১৫০ মে.টন ধান কেনার লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়।কিন্তু খাদ্য বিভাগের ধান দিতে এসে নানা রকম হয়রানি ও বাড়তি টাকা নেওয়ার কারনে কৃষকরা আর ধান দিতে আগ্রহী হচ্ছেন না।ফলে চলতি মৌসুমে মাত্র ৭ শত ৪২ মে.টন ধান ক্রয় করেছেন।
অপর দিকে মিল-চাতাল মালিকরা অনেকেই সদর খাদ্য গুদামে চাল দিতে আগ্রহী নন।খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুজ্জামানের অশোভনীয় ব্যবহার ও তার নির্দেশে শ্রমিকরা বাড়তি টাকা নেওয়ার কারনে ইতিমধ্যে মিল-চাতাল মালিকরা সদর গুদামে চাল দেওয়া বন্ধ করেছে।তারা বাড়তি গাড়ি ভাড়া দিয়ে তিস্তা খাদ্য গুদামে চাল দিচ্ছেন।ফলে চলতি মৌসুমে লালমনিরহাট সদর খাদ্য গুদামে চাল ক্রয়ে সরকারি লক্ষ্য মাত্রা অনুযায়ী অর্জন হবে না বলে আশংকা রয়েছে।সদর খাদ্য কর্মকর্তা মাহমুদুজ্জামান প্রতি টন চাল ও ধানে কৃষক ও মিল-চাতাল মালিকদের কাছ থেকে ১ হাজার টাকা নেন বলে অভিযোগ উঠেছে।
মোঘলহাট ইউনিয়নের বাসিন্দা আব্দুল মালেক জানান, তিনি এ বছর কোন ধান দেননি। তার হয়ে ধান দিয়েছেন মশিউর নামে একজন।এ জন্য তাকে দিতে হয়েছে ২ হাজার টাকা।আর খাদ্য কর্মকর্তাকে কিভাবে ম্যানেজ করেছে তা তিনি জানেন না।মঙ্গলবার (১০আগস্ট) লালমনিরহাট সদর খাদ্য কর্মকর্তা মাহমুদুজ্জামান ” জাগ্রত সকাল”কে সেল ফোনে বলেন,নিউজ করে কি হবে নিউজ করার করেন।লালমনিরহাট সদর খাদ্য নিয়ন্ত্রক জহুরুল হক এই প্রতিবেদককে জানান,খাদ্য গুদামে বাড়তি টাকা নেওয়ার বিষযটি জানি না।তবে কিছু কৃষক ও মিল-চাতাল মালিক চাল ও ধান দিতে নারাজ তাদেরকে আশ্বস্ত করেছি আর কোন সমস্যা হবে না।লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল আলম বলেন,বিষয় গুলো আমার জানা ছিল না তবে এখন তদন্ত করে দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!