শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১৪ জনের মনোনয়ন দাখিল  ঈশ্বরদী তে এমপির নির্দেশে “পৌর ছাত্রলীগের তীব্র দাবদাহে পিপাসা মেটানোর জন্য শরবত বিতরণ” আমার পক্ষে ভোট চাইলে কারো মাথা নিচু হবে না-আবুল কালাম আজাদ মিন্টু ঈশ্বরদীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার আত্মহত্যার ঘটনাকে হত্যা বলে প্রচারের অভিযোগ  ঈশ্বরদীতে বাবার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সন্তানদের আহাজারি  ঈশ্বরদীতে মাটির পুতুল পোড়াতে গিয়ে আগুনে দগ্ধ স্কুল শিক্ষার্থী  ঈশ্বরদীতে পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু রায়পুর মানব কল্যাণ সংস্থার  ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত  জীবনের জয়গান মানব কল্যান সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ

সবার সহযোগীতায় ও আন্তরিকতায় এগিয়ে যাচ্ছে ঈদগাঁও অক্সিজেন ব্যাংক

ঈদগাঁও, কক্সবাজার প্রতিনিধি / ১২৯ বার পঠিত
আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১, ১০:০২ অপরাহ্ণ

রুগীদের জরুরি  অক্সিজেন সার্পোট দিয়ে হাসপাতালে পাঠানো, করোনা পজিটিভ রোগীদেরকে আইসোলেশনে পাঠানো ইত্যাদি কাজে  অদ্যাবধি ১০৭জন রোগীকে সেবা দিয়েছে এই সংগঠন ।

সংগঠন পরিচালক বৃন্দরা বলেন মাত্র ২জন স্বেচ্ছাসেবক নিয়ে শুরু হওয়া এ টীমে এখন স্বেচ্ছাসেবক সংখ্যা ৩৭। গত ২৫ জুলাই এটি উদ্বোধন করেন কক্সবাজার উন্নয়ন কর্তপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ স্যার। এ সময় কক্সবাজার অক্সিজেন ব্যাংকের প্রধান সমন্বয়ক ইশতিয়াক আহমদ জয় উপস্থিত থেকে ৪টি অক্সিজেন সিলিন্ডার উপহার দেন আমাদের ঈদগাঁও শাখাকে। ডা. মোহাম্মদ শাহজাহান নাজির স্যার, ডা. রূপস পাল স্যার ও ডা. ইমরান বাহাদুর স্যার সার্বক্ষণিকভাবে স্বেচ্ছাসেবকদেরকে তত্ত্বাবধান করেন, সাহস যোগান এবং যে কোন সময় টেলিমেডিসিনের মাধ্যমে রোগীদেরকে জরুরী চিকিৎসা সেবা দিয়ে থাকেন।

বৃহত্তর ঈদগাঁওর ৮টি ইউনিয়নে আমাদের প্রি-হসপিটাল ম্যানেজমেন্ট (হাসপাতালে ভর্তিপূর্ব সেবা) চলছে সবার সহযোগিতায়। আমাদের কাজ –

১. করোনা রোগীদের ইউনিয়ন ভিত্তি লিষ্ট নিয়ে তাদেরকে সর্ব প্রথম পর্যবেক্ষণ করি, বেশী মুমূর্ষ হলে সদর হাসপাতালে অক্সিজেন সাপোর্টে দিয়ে এ্যাম্বুলেন্স ব্যবস্থা করে পাঠিয়ে দিই, রোগীর অবস্থা আরেকটু ভাল হলে আইসোলেসনে পাঠানোর ব্যবস্থা করি (এ্যাম্বুলেন্স+চিকিৎসা-ঔষধ পত্র+ খাওয়া-দাওয়া সম্পূর্ণ বিনা মূল্যে)।

২.শ্বাসকষ্টে থাকা যে কোন বয়সের রোগীকে অক্সিজেন সাপোর্ট দিয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা।

৩. ৪০ বছরের নিচের রোগীদেরকে বাড়িতে যেকোন সময় টেলিমেডিসিন সেবা দেয়া। এতে যুক্ত আছেন ডা. শাহজাহান নাজির, ডা. রূপস পাল, ডা. ইমরান বাহাদুর। হোম আইসোলেনে সেবা নিয়েছেন প্রায় ১০০ জনের মত।

৪. কাজ ৪০ উর্ধ্ব রোগী যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনী রোগী, স্ট্রোকের রোগী, শ্বাসকষ্টের রোগী, হার্টের রোগী, অতিরিক্ত ওজনের (সাধারণত ৭৫ কেজির বেশি) যে কোন সমস্যা, গর্ভবতী মহিলা (যে কোন বয়সী) , বাতের রোগী, মেডিসিন সেবনে মোটা হওয়া রোগী এদের চিহ্নিত করে হাসপাতালে পাঠানো।

৫. করোনা টেস্টের ব্যবস্থা করা এবং লোকজনকে করোনা টেষ্ট করার জন্য উৎসাহিত করা। এতে সেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মী এনামুল হক।

৬. সবার মাস্ক পরিধান নিশ্চিত করণের জন্য জনসচেতনতা তৈরী করা।

বিগত ১৫ দিনে আমাদের স্বেচ্ছাসেবার বিবরণঃ
মুমূর্ষ রোগীদেরকে অক্সিজেন সাপোর্ট দিয়ে হাসপাতাল ও আইসোলেশনে পাঠানো হয়েছে। বিগত ১৫ দিনে কক্সবাজার সদর হাসপাতালে রোগী পাঠানো হয়েছে ৫২ জন, রিলিফ ইন্টারন্যাশনাল আইসোলেশন সেন্টারে ৪৭ জন, হোপ আইসোলেশন সেন্টারে ৭ জন, রামুতে ১জন। সেবা দেওয়া মোট ১০৭ জন রোগীর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফেরেন ৩০জন, মারা গেছেন জনপ্রতিনিধিসহ ৬জন, চিকিৎসারত রয়েছেন ৩৫জন এবং বিভিন্ন আইসোলেসনে চিকিৎসারত রয়েছেন ৩৬ জন।লোক জনকে করোনা টেষ্ট করার জন্য উৎসাহিত করে করোনা টেস্টের ব্যবস্থা করা হয়েছে প্রায় ৮০জন।

অক্সিজেন ব্যাংকে অক্সিজেন সিলিন্ডার ও অন্যান্য সরঞ্জামাদি দিয়ে যাঁরা সহযোগিতা করেছেন তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, স-শ্রদ্ধ সালাম। এদের মধ্যে রয়েছেন আলহাজ্ব জসিম উল্লাহ মিয়াজী ফাউন্ডেশন, খোকন রাজ, মোর্শেদুল আলম সবুজ, তহসিলদার ছৈয়দ নুর, হুমায়ুন করিম সিকদার, মোঃ নাছির, খোরশেদ আলম, রেজাউল করিম সিকদারসহ অনেক মানবিক মানুষ।

অক্সিজেন ব্যাংকের জরুরী হটলাইন নং :
০১৮১৮-৯৯৮৯৯৫, ০১৮১৫-০৯৭৫০২, ০১৮১২-৪২৬৬৪৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!