মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
ঈশ্বরদীর ২ ইট ভাটায় অভিযান// দেড় লাখ টাকা জরিমানা আদায় ঈশ্বরদীতে ঘরবাড়ি ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  ঈশ্বরদীতে অবৈধ বালু মহল চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব ঈশ্বরদীতে প্রশাসনকে ম্যানেজ করে মেম্বারের কৃষি জমির মাটি বিক্রয়  ঈশ্বরদীতে ২ টি গাঁজা’র গাছ সহ একজনকে আটক করেছে পুলিশ  ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১৪ জনের মনোনয়ন দাখিল  ঈশ্বরদী তে এমপির নির্দেশে “পৌর ছাত্রলীগের তীব্র দাবদাহে পিপাসা মেটানোর জন্য শরবত বিতরণ” আমার পক্ষে ভোট চাইলে কারো মাথা নিচু হবে না-আবুল কালাম আজাদ মিন্টু ঈশ্বরদীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার আত্মহত্যার ঘটনাকে হত্যা বলে প্রচারের অভিযোগ 

গোয়াইনঘাটার তোয়াকুলে  ৬ কিলোমিটার রাস্তায় ১৫ হাজার মানুষের দুর্ভোগ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি / ৩৪৯ বার পঠিত
আপডেট : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ৪:২৭ অপরাহ্ণ
ছবি: ফাইল

৬ কিলোমিটার কাঁদাযুক্ত সড়কের জন্যে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের হাওরাঞ্চলের প্রায় ১৫ হাজার মানুষ। সালুটিকর – গোয়াইনঘাট সড়কের পাইকরাজ গ্রাম থেকে তোয়াকুল ইউনিয়নের হাওরাঞ্চলের মুন্সি বাজার পর্যন্ত ৬ কিলোমিটার সড়কের মাটির কাজ শেষ হলেও পাকাকরণ না করায় ওই অঞ্চলের মানুষের দূর্ভোগের যেন শেষ নেই।

সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, তোয়াকুল ইউনিয়ন পরিষদের ৭ ও ৮ নাম্বার ওয়ার্ড পুরোটাই হাওরাঞ্চল। তোয়াকুল ইউনিয়ন পরিষদের ৭ এবং ৮ নং ওয়ার্ডে যে সকল গ্রাম রয়েছে তার মধ্যে ঘোড়ামারা, তুড়ুকভাগহাওর, খাড়ুয়াকান্দি, জামলা কান্দি, টুকের গাও, লসকর কান্দি নিয়ামতপুর, পশ্চিম পেকেরখাল, ছদিবদি হাওর, পূর্ব পেকেরখাল, গোটারগাও, বৈঠাখাল, লক্ষীনগর, মেউয়ার কান্দি ও ন -আটি।

ঐ দুটি ওয়ার্ড ভোটার সংখ্যা ৩২০০ এবং জনসংখ্যা প্রায়
পনেরো হাজার। ইউনিয়ন পরিষদ,উপজেলা পরিষদ এবং সিলেট জেলা পরিষদে সড়ক পথ যোগাযোগের একমাত্র রাস্তা। পাইকরাজ মুন্সি বাজার সড়ক। জানা যায়, ১৯৭৩ সালে নন্দীরগাঁও ইউনিয়ন থেকে বিভক্ত হয়ে পৃথক ইউনিয়ন পরিষদ হিসেবে আত্ম পরিচয় লাভ করে। তোয়াকুল ইউনিয়ন পরিষদ প্রতিষ্টার দীর্ঘ ৪৮ বছর অতিবাহিত হলেও ওই সড়ক যানচলাচলের পুরোপুরি উপযোগী হয়নি। সর্বশেষ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির সরাসরি হস্তক্ষেপে এবং তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেদ আহমদের সহযোগিতায় পাইকরাজ – মুন্সি বাজারের সড়কের মাটির কাজ সম্পন্ন করা হয়। কিন্তু উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে একাধিকবার সড়কটিকে তলিয়ে ফেলায় অনেক অংশে মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ১৫ হাজার মানুষের ভরসাস্থল এ সড়ক এ মানুষ চলাচলের অনয়োপযোগী হয়ে পড়েছে।

এ ব্যাপারে ঘোড়ামারা গ্রামের বাসিন্দা, নুরুল ইসলাম নাহিদ, মখলিছুর রহমান রনিসহ আরো অনেকে বলেন, যোগাযোগ ব্যবস্থার কারণে মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে অনেক শিক্ষার্থী ঝড়ে পড়েন। উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার জন্যে যেতে হয় গোয়াইনঘাট সরকারি কলেজ, তোয়াকুল কলেজ কিংবা সালুটিকর কলেজে। যোগাযোগ ব্যাবস্থা ভালো না থাকায় উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনায় হাওরাঞ্চল অনেক পিছিয়ে আছে। মেউয়ার কান্দি গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি মহোদয় জলুরমুখ আদর্শ উচ্চবিদ্যালয় ও পূর্ব তোয়াকুল উচ্চবিদ্যালয়কে এমপিও ভূক্ত করে হাওরাঞ্চলে শিক্ষার আলো চড়াচ্ছেন। কিন্তু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় হাওরবাসীর অনেক মা সন্তান প্রসবের সময় মারাযান।

ঘোড়ামারা গ্রামের বাসিন্দা এডভোকেট আফতার হোসেন জানান, পাইকরাজ হইতে মুন্সি বাজার ৬ কিলোমিটার এবং লক্ষীনগর পর্যনত মোট ১০ কিলোমিটার সড়ক পাকাকরণ সময়ের দাবী। তিনি বলেন, শীত মৌসুমে ১কিমি পাকা হওয়ার কথা থাকলে ও অদৃশ্য শক্তি র কারনে কাজ হয় নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!